সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৫
সুরমা মেইলঃ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণার পর গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে উল্লাস প্রকাশ করেছেন। কিছুক্ষণ পরে তার আনন্দ মিছিলও বের করেন।
রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আজকে যুদ্ধাপরাধীর যে রিভিউর নিষ্পত্তি হল, এ রিভিউ নিষ্পত্তির মাধ্যমে এ দুই জন যুদ্ধাপরাধীর রায় কার্যকরে আর কোন আইনগত বাধা নেই। আমরা প্রত্যাশা করছি তাদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের যে পরোয়ানা জারি হয়ে আছে তা যথা সম্ভব দ্রুত কার্যকর করা হবে।’
তিনি বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ষোল কোটি মানুষের প্রত্যাশা-আকাক্সক্ষা যে এ যুদ্ধাপরাধীদের রায়ের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো। আমি মনে করি এ রায়ের মাধ্যমে সেটি সম্ভব হলো এবং এ রায় কার্যকরের মধ্য দিয়ে আমরা আমাদের চুড়ান্ত বিজয় আমরা অর্জন করবো।’
Design and developed by ওয়েব হোম বিডি