গণজাগরন মঞ্চের প্রধান ইমরান এইচ সরকারের চাচাত ভাই খুন

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

গণজাগরন মঞ্চের প্রধান ইমরান এইচ সরকারের চাচাত ভাই খুন

download (1)

সুরমা মেইল নিউজ : গণজাগরন মঞ্চের প্রধান ইমরান এইচ সরকারের চাচাত ভাই দাতাউর রহমান (২৬) খুন হয়েছেন। রোববার রৌমারী থানা পুলিশ তার ঝুলন্ত লাশউদ্ধার করেছে। আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭২এর নিকট ব্যাপারী পাড়ার জিঞ্জিরাম নদীর উপর বাঁশ ঝাড় থেকে লাশ উদ্ধার করা হয়। রৌমারী থানার এস আই মশিউর রহমান ও এস আই আতাউর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ধারনা করা হচ্ছে, দৃর্বৃত্তরা দাতাউর রহমানকে হত্যা করে বাঁশঝাড়ের জঙ্গলে লাশ ঝুলিয়ে রাখে। ঝুলন্ত লাশ থেকে ২০০ গজ দুরে দুই ধরনের দুটি স্যান্ডেল, কয়েকটি পরিত্যক্ত ব্লেড ও সিগারেটের প্যাকেট, সিগারেটের মুড়ো পাওয়া যায়। সেখানে মাটিতে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। পড়ে আছে পোড়া মবিলের জেরিকেন। শরীরে পোড়া মবিল লাগিয়ে গলায় গামছা পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়। এতে বোঝা যাচ্ছে, এক স্থানে হত্যার পর অন্য স্থানে লাশ ঝুলিয়ে রাখে আত্মহত্যা হিসাবে চালিয়ে দেয়ার চেষ্টা হয়েছিল।

রৌমারী থানার এস আই মশিউর রহমান ও এস আই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে লাশ ও আলামত উদ্ধার করে। মেম্বার আবুল কাশেম ও রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, নিহত দাতাউর সহজ সরল প্রকৃতির ছিল। সে কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিল।

নিহতের বাবা আব্দুস সামাদ বলেন, ভাতিজি সম্পর্কের এক মেয়েকে বিয়ে করতে চায় দাতাউর। পরিবার থেকে তা মানা হয়নি। গ্রামবাসীদের সূত্রে জানা যায়, মামা বাড়ির সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এছাড়া পারিবারিক দ্বন্দ্ব এবং প্রেমের সম্পর্কের দিকেও অভিযোগের তীর সর্বত্র আলোচিত হচ্ছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ এ বি এম সাজেদুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। গলার দাগও বোঝা যায় না। কাজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি যথেষ্ট সন্দেহজনক। আর নিহতের পরিবার থেকে মামলায় আগ্রহী না হওয়ায় পুলিশ বাদি হয়ে ইউডি মামলা রেকর্ড করেছে। এখন লাশ কুড়িগ্রামে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। সঠিক কারণ উদঘাটন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com