সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধ্যান কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে মাজার প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

জিয়ারত শেষে তাহসিনা রুশদীর লুনা বলেন, দীর্ঘদিন ধরে সিলেট-২ আসনের জনগণ বিএনপির প্রতি অনুগত থেকেছে। জনগণের ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশা নিয়েই আমি মাঠে নেমেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি জনগণের পাশে থাকতে চাই।
তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিয়ে আমার উপর যে আস্তা রেখেছে জনগণ আমাকে বিজয়ী করে তার প্রতিদান দিবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, আমার স্বামী এম ইলিয়াস আলী ছিলেন এই অঞ্চলের জনগণের প্রিয় নেতা। তিনি নিখোঁজ হওয়ার পরও তাঁর আদর্শকে মানুষ হৃদয়ে লালন করে রেখেছে। আমি সেই ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিচ্ছি।
মাজার জিয়ারত শেষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রস্তুতি বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ সভাপতি ডা. মাহবুব আলী জহির, আব্দুল মতিন মেম্বার, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এম ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সিলেট জেলা উলামা দলের আহবায়ক কাজী মাওলানা নুরুল হক, সিলেট জেলা মহিলা দলের সাবেক সভাপতি ছালেহা কবির সেপি, ভারপ্রাপ্ত সভাপতি তাসমিন শারমিন তামান্না, মহিলা নেত্রী দিবা রানী দে বাবলি, সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছা বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, ইমাম উদ্দিন, ওয়াতিউর রহমান আতিক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক কয়েছ শিকদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিক মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য তছির আলী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, উপজেলা মহিলা দলের আহবায়ক বিলকিছ আক্তার প্রমুখ।
এছাড়াও মাজার জিয়ারতকালে সিলেট জেলা ও মহানগর, ওসমানীনগর, বিশ্বনাথ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল, শ্রমিকদল, ছাত্রদল এবং স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, তাহসিনা রুশদীর লুনা শুধু এম ইলিয়াস আলীর সহধর্মিণী নন, তিনি জনগণের আশা-আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছেন। তার নেতৃত্বে সিলেট-২ আসনে গণজাগরণ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করছি।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি