গণপরিবহনের ভাড়া কমানোর দাবি

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

গণপরিবহনের ভাড়া কমানোর দাবি

bus-rate20160426054538

সুরমা মেইল নিউজ : হ্রাসকৃত জ্বালানি তেলের মূল্যের সাথে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন- জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সাথে গণপরিবহনগুলো যাত্রী সাধারণের কাছ থেকে বর্ধিত ভাড়া আদায় করে থাকে। তবে গত রবিবার রাত থেকে জ্বালানি তেলের মূল্য কমানো হলেও দেশের গণপরিবহনের ভাড়া কমানোর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

এসময় সংগঠনের পক্ষ থেকে গণপরিবহনের ভাড়া কমানোর জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন- গত ৩০ বছরে পাঁচ দফা জ্বালানি তেলের মূল্য কমানো হয় এর প্রেক্ষিতে দুই দফা গণপরিবহনের ভাড়া কমানো হলেও এই সুবিধা দেশের যাত্রী সাধারণ পায়নি। এবারো জ্বালানি তেলের মূল্য কমানোর এই সুবিধা থেকে যাত্রী সাধারণ বঞ্চিত হবে আশঙ্কা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বাসদের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স সহ সংগঠনের সদস্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com