গণপিটুনিতে ৩ ডাকাত নিহত, আটক ৫

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

গণপিটুনিতে ৩ ডাকাত নিহত, আটক ৫

download

সুরমা মেইল নিউজ : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বেড়িবাঁধের কুতুববাড়ি এলাকায় গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। এ সময় অস্ত্রসহ আরো পাঁচ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান।

নিহতরা হলেন- সাগর (৩০) ও রাসেল (২০) নিহত আরেক জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আটক হওয়া পাঁচজন হল- মো: রুবেল (১৮), আলাউদ্দিন (১৭), মনির (১৮), রানা (১৮) এবং রুবেল-২ (১৮)।

ওসি বলেন- প্রতিরাতে ডাকাত দল হানা দিচ্ছিল উত্তর কাট্টলী এলাকার বিভিন্ন পাড়ায়। তাই ডাকাত প্রতিরোধে পাহারা দিচ্ছেন এলাকাবাসীরা। খবর পেয়ে ডাকাতির প্রস্তুতির সময় আট জনের একটি ডাকাতদলকে ঘেরাও করে ফেলে এলাকাবাসী। এসময় জনতার গণপিটুনিতে তিন ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। পরে আরো পাঁচ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। এ সময় আটক ডাকাতদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক ও ৪টি ধারালো অস্ত্র (কিরিচ) উদ্ধার করা হয় বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com