গণমাধ্যমে এসএমপির সঠিক লোগো ব্যবহারের আহবান

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

গণমাধ্যমে এসএমপির সঠিক লোগো ব্যবহারের আহবান

SMP-logo

সুরমা মেইল নিউজ : বিভিন্ন গণমাধ্যমে ও প্রচারকাজে এতোদিন ধরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ভুল লোগো ব্যবহার হয়ে আসছিল। এই ভুলটি ছিল ব্যবহারকারিদেরই। এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ’র নজরে পড়ে বিষয়টি।

তাই তিনি এসএমপি থেকে বিভিন্ন গণমাধ্যমে এসএমপি’র প্রকৃত লোগো ব্যবহার করার আহবান জানিয়েছেন। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি এ আহবান জানিয়েছেন।

এসএমপির প্রকৃত লোগোতে ‘শান্তির লক্ষে অবিচল’ ও ‘সিলেট মেট্রোপলিটন পুলিশ’ লেখাটি নেই। প্রকৃত লোগেতে শুধুমাত্র ‘এস এম পি’ লেখা রয়েছে।

এদিকে সিলেট মহানগর পুলিশের ওয়েবসাইটেও প্রকৃত লোগোটি রয়েছে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com