সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যা রাজ্যে প্রচণ্ড গরমে ১৯ জন মারা গেছে। এতে জনগণের স্বাভাবিক জীবনযাত্র ব্যাহত হচ্ছে। এ অবস্থা সামাল দিতে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। উড়িষ্যার বিভিন্ন অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে বিরাজ করছে। সেখানকার আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, ওইদিন রাজ্যের বিভিন্ন স্থানের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে তালচের, সুন্দরগড় ও চন্দবালি এলাকায় ৪৩ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানী পাটনায়। সোমবার সেখানকার তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি। ১৯৮৫ সালের পর শহরটিতে এটিই ছিল সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। ওই সালের ২৩ এপ্রিলে সেখানকার তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি। আগামী একসপ্তাহ ধরে উড়িষ্যার তাপমাত্রা একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ২০ এপ্রিলের পর সেখানকার তাপমাত্রা কিছুটা কমতে পারে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি