গরমে উড়িষ্যায় নিহত ১৯

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

গরমে উড়িষ্যায় নিহত ১৯

download

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যা রাজ্যে প্রচণ্ড গরমে ১৯ জন মারা গেছে। এতে জনগণের স্বাভাবিক জীবনযাত্র ব্যাহত হচ্ছে। এ অবস্থা সামাল দিতে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। উড়িষ্যার বিভিন্ন অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে বিরাজ করছে। সেখানকার আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, ওইদিন রাজ্যের বিভিন্ন স্থানের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে তালচের, সুন্দরগড় ও চন্দবালি এলাকায় ৪৩ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানী পাটনায়। সোমবার সেখানকার তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি। ১৯৮৫ সালের পর শহরটিতে এটিই ছিল সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। ওই সালের ২৩ এপ্রিলে সেখানকার  তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি। আগামী একসপ্তাহ ধরে উড়িষ্যার তাপমাত্রা একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ২০ এপ্রিলের পর সেখানকার তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com