গরমে বাড়ির ছাদে বাড়ছে যৌনাচার

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৬

গরমে বাড়ির ছাদে বাড়ছে যৌনাচার

downloadবিনোদন ডেস্ক : খোলা আকাশ কি এত ভালো লাগত যদি কিছু কিছু মেঘ নাহি থাকত- সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গান তারা কখনো শোনেনি। আকাশের নীল তাদের কতটা মুগ্ধ করে, তাও নিশ্চিত করে বলা যায় না। তারপরও তারা খোলা আকাশ বেছে নিচ্ছে সঙ্গমের জন্য। এ জন্য বাড়ির উন্মুক্ত ছাদই তাদের প্রথম পছন্দ। হ্যাঁ, সম্প্রতি এমন ঘটনার আধিক্য দেখা যাচ্ছে বার্লিনে। অনেক আগে থেকেই জার্মানিতে নির্দিষ্ট স্থানে প্রকাশ্যে নগ্ন হওয়া সাধারণ ব্যাপার। সে দেশে এ ধরনের কাজের বিরুদ্ধে আইনি বাধা নেই। যদিও গ্রীষ্মকালে এ ধরনের ঘটনা বেশি চোখে পড়ে। ন্যুডিস্ট ক্লাবগুলো তো বটেই, সমুদ্রের তীরে নগ্ন হয়ে অনেককেই ঘুরতে দেখা যায়। তাই বলে বাড়ির ছাদে নগ্ন হয়ে সঙ্গম! বার্লিনবাসী এ জন্য অবশ্য প্রচণ্ড গরমকেই দুষছেন। এই গরমে তারা নাকি শোবার ঘর ছেড়ে খোলা আকাশের নিচে সঙ্গমে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন- এমনটাই জানিয়েছে ডয়চে ভেলের সাংবাদিক লিয়া ম্যাকডোনেল। এ জন্য শুধু বাড়ির ছাদ নয়, নদীর পাড় এবং সবুজ পার্কও তাদের পছন্দের তালিকায় রয়েছে। এসব জায়গায় গরমের অজুহাতে যৌনাচার বাড়ছে। বিষয়টি এত তীব্র আকার ধারণ করেছে যে, শহর কর্তৃপক্ষ এ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। জার্মানির পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে সঙ্গমে অংশ নেওয়া ২৩৯ ব্যক্তিকে গড়ে দেড় শ ইউরো জরিমানা করেছিল জার্মানির পুলিশ। আর চলতি বছর ইতিমধ্যেই আগের তিন বছরের তুলনায় জরিমানার হার প্রায় দ্বিগুণ বেড়েছে। তবু নাকি কমছে না এ প্রবণতা। বার্লিনে দুটি বিখ্যাত বাগান রয়েছে। এগুলো ‘টিয়ার গার্ডেন’ এবং ‘ট্রেপটাওয়ার পার্ক’ নামে পরিচিত। কিন্তু বর্তমানে এই বাগান দুটির মুক্ত পরিবেশ শারীরিক মিলনের জন্য উপযুক্ত বলে ভাবছে বার্লিনবাসী। টিয়ার গার্ডেনের একটি অংশ মানুষ সঙ্গমের জন্য এতটাই পছন্দ করছে যে, সেখানে পুলিশ বিশেষ নজরদারির ব্যবস্থা চালু করতে বাধ্য হয়েছে৷ উল্লেখ্য, বার্লিনের তাপমাত্রা সবচেয়ে বেশি হয়েছিল ১৯৫৯ সালে। সে বছর বার্লিনের গড় তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি। তবে এ বছরের গড় তাপমাত্রা কেমন হবে আর তার ওপর নির্ভর করে এই সমস্যা কতটুকু প্রকট হবে, সেটাই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com