গরীবের চাল, লুটপাট শুরু করেছে ক্ষমতাসীন দলীয় নেতারা : দুদু

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

গরীবের চাল, লুটপাট শুরু করেছে ক্ষমতাসীন দলীয় নেতারা : দুদু

download-1সুরমা মেইল ডেস্ক :: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন, সরকার গরীব ও অসহায় মানুষদের ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার নামে লুটপাট শুরু করেছে। গরিব মানুষের বদলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব চাল পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, যে প্রক্রিয়ায় এই চাল বিপণন হচ্ছে তাকে শুধু লুটপাটই আখ্যা দেওয়া যায়। ডিলার নিয়োগ থেকে শুরু করে চাল বিতরণে তালিকা প্রণয়ন, বিতরণ, সবই চরমভাবে দলীয়করণ করা হয়েছে।

তিনি বলেন, গরিব মানুষের মধ্যে বিতরণের কথা বলে এখন এই চালের বিপণন কার্ড পাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তাদের দলীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের আত্মীয়স্বজন, নিকটজন এবং তাদের সমর্থক ধনী ও সচ্ছল ব্যক্তিরা। এমনকি সরকারি-বেসরকারি চাকুরেদেরও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ডিলার নিয়োগ করা হয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।

কার্ডধারী ব্যক্তিরাও এই চাল ১০ টাকা কেজি দরে কিনে বেশি দামে পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

দুদু বলেন, প্রভাবশালী মহল তা কিনে সরকার নির্ধারিত মূল্যে সরকারি গোডাউনে বিক্রি করার জন্য মজুদ করছে। এ চাল বিপণনের ক্ষেত্রেও ওজনে কম দেওয়া হচ্ছে। ৩০ কেজি চাল দেওয়ার টিপসই নিয়েও আট/দশ কেজি দেওয়া হচ্ছে। তালিকা অনুমোদনের আগেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। এই চাল খোলাবাজারে বিক্রির ঘটনাও ঘটেছে। খাদ্য বিভাগ থেকে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগও উঠেছে। কোনো কোনো জায়গা থেকে শত শত বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com