গর্ভপাত নিষিদ্ধ, ধর্মঘট করছেন পোল্যান্ডের নারীরা

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

গর্ভপাত নিষিদ্ধ, ধর্মঘট করছেন পোল্যান্ডের নারীরা

155114_1আন্তার্জাতিক ডেস্ক :: গর্ভপাত নিষিদ্ধ করে সরকারের নতুন প্রস্তাবের বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন পোল্যান্ডের নারীরা।

দেশটির সরকারের প্রস্তাবের বিরোধিতা করে নারীরা এ ধর্মঘট পালন করছেন। তারা কাজে যাচ্ছেন না, যাচ্ছেন না স্কুল কলেজেও, এমনকি ঘরের কাজও করবেন না বলে তারা বর্ননা করেছেন।

সকাল থেকেই রাজধানী ওয়ারশ’তে বিক্ষোভকারীরা কালো কাপড় পড়ে মিছিল করছেন। তারা দিনটির নাম দিয়েছেন ব্ল্যাক মানডে। ইতিমধ্যেই ধর্মঘটে যোগ দিয়ে নিজেদের দোকানপাট বন্ধ রেখেছে বহু প্রতিষ্ঠান।

আইসল্যান্ডে ১৯৭৫ সালে পালিত সর্বাত্মক নারী ধর্মঘটের মতই পালন হচ্ছে এই কর্মসূচি। তবে দেশটির বড় শহরগুলোর বাইরের এলাকাগুলোয় এই কর্মসূচি কতটা পালিত হচ্ছে সেটা জানা যায়নি।

এই কর্মসূচীর বিপরীতে অবশ্য পোল্যান্ডের বিভিন্ন অঞ্চলে গর্ভপাত বিরোধী বিক্ষোভও চলছে। গর্ভপাতকে পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব প্রথম এসেছিল স্টপ অ্যাবরশন নামে একটি গ্রুপের পক্ষ থেকে। এরপর বিষয়টি নিয়ে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হয়।

আইনটি পাশ হলে আদালত সেই সব নারীদের পাঁচ বছরের কারাদণ্ড দিতে পারবে, যারা গর্ভপাত করাবেন। এছাড়া যেসব চিকিৎসক এ প্রক্রিয়ায় সহায়তা করবেন, শাস্তি দেয়া যাবে তাদেরও।

আইনটির বিপক্ষে অবস্থানকারিরা বলছেন, আইনটি পাস হলে কোনো নারীর অনিচ্ছাকৃত বা দুর্ঘটনাবশত গর্ভপাত ঘটলে সেটিও তদন্ত করে দেখা হবে। ফলে আইনটির অপব্যবহারের আশংকা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com