গর্ভবতী হতে ভালোনাসেন ফক্স

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৬

গর্ভবতী হতে ভালোনাসেন ফক্স

download (5)

বিনোদন ডেস্ক : মাতৃত্বের স্বাদ চান না এমন নারীর সংখ্যা নেই বললেই চলে। সেই পুরনো কথাটাই যেন ঘটা করে আবার জানালেন মার্কিন অভিনেত্রী ও মডেল মেগান ফক্স। মা হওয়ার জন্য যেসব প্রক্রিয়া রয়েছে তার সবই উপভোগ করেন ৩০ বছর বয়সী এই তারকা।

সম্প্রতি একটি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মেগান এমন কথাই বলেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।

মেগান বলেন- বিষয়টিকে আমি মহান মনে করি। গর্ভবতী হতে আমি ভালোবাসি। অনেক নারীই আছেন যারা বিষয়টিকে মোটেও পছন্দ করেন না। এটি আমার কাছে অস্বস্তিকর। মা হওয়ার সমস্ত প্রক্রিয়াই আমার কাছে আনন্দের।

ব্রায়ান অস্টিন গ্রিন ও মেগানের সংসারে আছে দুই ছেলে; একজনের বয়স সাড়ে তিন, অন্যজনের দুই। আরেক সন্তানের প্রতিক্ষায় আছেন জানিয়ে মেগান বলেন, একজন মানুষের জন্মের বিষয়টিকে আমি গুরুত্বের সঙ্গেই দেখি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com