গাজায় ইসরায়েলী সামরিক বাহিনীর বিমান হামলা

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

গাজায় ইসরায়েলী সামরিক বাহিনীর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার গাজা উপত্যাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলী সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ঐ হামলায় তিন শিশুসহ ৬৫ বছর বয়স্ক এক বৃদ্ধ আহত হয়েছে।

ইসরায়েলী সেনাবাহিনীর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার গাজাতে অবস্থিত ফিলিস্তিনি সুন্নি বিদ্রোহী বাহিনী হামাসের ৪টি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। হামাস মর্টার হামলা চালালে পাল্টা জবাবে এই হামলা করে তারা। তবে হামলায় কোন সেনা সদস্য আহত হয়নি।

উল্লেখ্য, ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষ বহু পুরাতন। ইসরায়েলের গাজা উপত্যাকা ৩২ মাইল লম্বা এবং ৭ মাইল চওড়া একটা জায়গা। এই স্বল্প জায়গায় ঠাসাঠাসি করে বাস করেন ইসরায়েলী বাহিনীর দ্বারা কোণঠাসা ফিলিস্তিনিরা। ২০১৪ সাল থেকে ইসরায়েলী হামলায় গাজাতে প্রায় ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com