গাজীপুরে জঙ্গিদের গোপন আস্তানায় অভিযান, নিহত ২

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৫

গাজীপুরে জঙ্গিদের গোপন আস্তানায় অভিযান, নিহত ২

000

 

সুরমামেইল. ডেস্ক: গাজীপুরে জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় র‌্যাবকে লক্ষ্য করে জঙ্গিদের ওই আস্তানা থেকে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে মিনহাজ ও মাহবুব নামে দুই জঙ্গির মরদেহ উদ্ধার করে র‌্যাব। জঙ্গিদের নিক্ষেপ করা বোমায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

রোববার রাত ১২টার দিকে এ অভিযান শুরু হয়। জঙ্গি সদস্য কোনো কিছু বুঝার আগেই পুরো এলাকা ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা।

অভিযান চলাকালে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মাকসুদুল আলম সাংবাদিকদের বলেন, গোপান সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর দল ভোগড়া বাইপাসের একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান শুরু করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বোমা নিক্ষেপ করে। এ সময় র‌্যাবও গুলি চালায়।

এই অভিযানের আগে চট্টগ্রামের একটি বাসা থেকে উদ্ধার হয় স্লাইপার, বিস্ফোরক ও সেনাবাহিনীর পোশাক। এর আগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের একটি বাড়ি থেকে ১৬টি গ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com