গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযান চলছে : নিহত ২

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযান চলছে : নিহত ২

downloadসুরমা মেইল ডেস্ক :: গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকার দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলছে। অভিযানে দুই জঙ্গির নিহত হবার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। অভিযান কাউন্টার টেররিজম ইউনিটের পাশাপাশি র‍্যাবও অংশ নিয়েছে।

গাজীপুরের হারিনাল এলাকায়  পশ্চিমপাড়া ও পাতারটেকে এই অভিযান চলছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বাড়ি ঘিরে রেখেছে।

শনিবার (০৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

একতলা বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com