গাজী বুরহান উদ্দিনের মাজারে গিলাফ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

গাজী বুরহান উদ্দিনের মাজারে গিলাফ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের আদি মুসলমান, যার নির্যাতনের সংবাদ জেনে সিলেটে ছুটে এসেছিলেন ৩৬০ আউলিয়াসহ হযরত শাহজালাল (রহ.), সেই শাহ গাজী হযরত বুরহান উদ্দিন (রহ.) এর বার্ষিক ওরশ মাহফিল শুরু হয়েছে সোমবার থেকে।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে ফুল ও গিলাফ ছড়িয়েছেন সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।

এসময় তার সাথে ছিলেন, মাজারের খাদেম আতাউর রহমান, মাজারের প্রচারণা কর্মকর্তা শেখ জালাল ফরিদ উদ্দিন, সাংবাদিক সমর উদ্দিন মানিক, ছাত্রলীগ নেতা আজির উদ্দিন, যুবলীগ নেতা মাসুম, কবিরুল ইসলাম, রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, একাত্তরের বীর শহীদ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় নেতৃবৃন্দ বর্তমান সরকারের বরাদ্দে মাজারের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

প্রসঙ্গত, বুরহান উদ্দিন (রহ.) এর মাজারটি দীর্ঘদিন অবহেলিত ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মাজারটি সংস্কারের জন্য বিভিন্ন সময় বরাদ্ধ দেওয়া হয়েছে। মাজারের রাস্তা, মসজিদ এবং মহিলাদের ইবাদতখানার উন্নয়ন কাজ হাসিনা সরকারের বরাদ্ধেই হয়েছে বলে জানিয়েছেন সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহামান চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com