সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বিমান হাইওয়েতে ক্রাস-ল্যান্ডিংয়ের সময় একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারের এক যাত্রী নিহত হন। টেকনিক্যাল সমস্যায় পড়লে ঝুঁকি নিয়ে বিমানের জরুরি অবতরণকে ক্রাস-ল্যান্ডিং বলে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ায় ল্যানকেইর-৪ নামের বিমানটি ক্র্যাস-ল্যান্ডিংয়ের সময় পাইলট, যাত্রী এবং ধাক্কা লাগা প্রাইভেটকারের অন্য যাত্রীরা আহত হন। বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়োগোর ১৫ নম্বর ফ্রিওয়েতে ২০০০ সালে ব্যক্তিগত মালিকানাধীন আরেকটি ছোট বিমান ক্র্যাস-ল্যান্ডিং করে। তবে ওই সময় কেউ হতাহত হয়নি। প্রাইভেটকারের নিহত যাত্রীর নাম অ্যান্টোইনেটে ইসবেলে (৩৮)। বিমানটি চালাচ্ছিলেন পাইলট ড্যানিস হক (৬২)।
Design and developed by ওয়েব হোম বিডি