গুগল সার্চের সেরা পাঁচে মোস্তাফিজ-মাশরাফি

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

গুগল সার্চের সেরা পাঁচে মোস্তাফিজ-মাশরাফি

স্পোর্টস ডেস্ক :: প্রতি বছরের মতো এবারো সার্চ ইঞ্জিন ‘গুগল’ প্রকাশ করেছে শীর্ষ সার্চ তালিকা। ২০১৬ সালে বাংলাদেশের মানুষদের গুগলে খোঁজার ওপর গণনা করে একটি তালিকা প্রকাশ করেছে গুগল। সেই তালিকার সেরা পাঁচে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও পেসার মোস্তাফিজুর রহমান।

তালিকায় সবার ওপরে রয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেডসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই রয়েছেন তার সহধর্মিনী মেলানিয়া ট্রাম্প। তালিকার তিনে রয়েছেন ট্রাম্পের বিপক্ষে নির্বাচন করা হিলারি ক্লিনটন। এরপরেই রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের দুই সুপারস্টার মোস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশের মানুষদের সার্চে গুগলে সেরা ১০ ব্যক্তি-

১। ডোনাল্ড ট্রাম্প
২। মেলানিয়া ট্রাম্প
৩। হিলারি ক্লিনটন
৪। মোস্তাফিজুর রহমান
৫। মাশরাফি বিন মর্তুজা
৬। ইভানকা ট্রাম্প
৭। উরভাষী রতেলা
৮। বব ডায়লান
৯। মোমিনা মুসতেহসান
১০। মারগারিটা মামুন

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com