গুজবে বেজায় ক্ষেপেছেন রোমান্টিক কাপুর

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

গুজবে বেজায় ক্ষেপেছেন রোমান্টিক কাপুর

download (7)বিনোদন ডেস্ক : বালিপাড়ায় তারকাদের গুঁজবের শেষ নেই এবার হৃত্বিক-কঙ্গনা দ্বন্দ্বকে পেছনে ফেলে বলিউড পাড়ায় জায়গা করে নিয়েছে রনবীর কাপুর ও কঙ্গনার প্রেমের গুজবের খবর। সম্প্রতি ক্যাটরিনার সাথে প্রেম বিচ্ছেদের পর একাই ছিলেন রনবীর। ধীরে ধীরে নাকি তিনি কঙ্গনার প্রেমে মজেছেন। এই গুজবে বেজায় ক্ষেপেছেন বলিউডের রোমান্টিক কাপুর।

গত মঙ্গলবার মরক্কো থেকে নতুন ছবির শুটিং সেরে দেশে ফিরেন রনবীর। দেশে ফিরেই সাংবাদিকদের মুখে নিজেকে নিয়ে নতুন গুজব শুনে বেশ মর্মাহত হন তিনি। ভারতীয় একটি শীর্ষ দৈনিকের বরাত দিয়ে জানা গেছে, রনবীর কাপুর জানিয়েছেন এইসব গুজবের কোনো ভিত্তি নেই। এমন খবরে তিনি বেশ কষ্টও পেয়েছেন।

শুধু তাই নয় এমন খবর যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন বলেও জানিয়ে দিয়েছেন এই ‘বরফি’ তারকা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com