সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
ঠাকুরগাঁও প্রতিনিধি :
গুমের সাথে জড়িততদের অবিলম্বে বিচার ও গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার সংস্থা ‘অধিকার’র ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংগঠনটির জেলা সমন্বয়ক নূর আফতাব রুপমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী মাসুদ সুবর্ণ, ফজলে এলাহী বুলবুল সহ সুশীল সমাজের ব্যক্তিরা।
বক্তারা বলেন, ১৭ বছরে স্বৈরাচারী সরকারের আমলে গুমের মাধ্যমে অনেক পরিবারের সুখ কেড়ে নেওয়া হয়েছে। কেউ ভাই হারা হয়েছেন, কেউ বাবা। এরকম অসংখ্য মানুষকে আয়নাঘর সহ নানাভাবে বিভিন্ন মাধ্যমে গুম করা হয়েছে। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করাসহ গুমের সাথে জড়িতদের দ্রুত বিচারের জোড় দাবি সহ ৫ দফা দাবি জানান বক্তারা।
যেগুলির মধ্যে, গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো, যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা, বাংলাদেশ থেকে ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করে তা জানা সহ আরো ২ দফা দাবি।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এবং গুমের সাথে জড়িত ব্যাক্তিদের বিচারের দাবীতে বিশ্বের বিভিন্ন দেশে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ পালন করা হয়। ১৯৮১ সালে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গড়ে ওঠা দক্ষিন আমেরিকার একটি সংগঠন ‘ফডেফ্যোম’ প্রথম এই গুমের বিরুদ্ধে সপ্তাহটি পালন করা শুরু করে। এরপর থেকেই গুমের শিকার ব্যক্তিদের স্মরণে পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনগুলো সপ্তাহটি পালন করে আসছে। সপ্তাহটি পালন করার আরেকটি উদ্দেশ্য ছিল গুমের বিরুদ্ধে প্রচারকে শক্তিশালী করা।
(সুরমামেইল/এমআই)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি