গুম-খুনের নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে: নোমান

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

গুম-খুনের নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে: নোমান

ABD
সুরমা মেইল নিউজর : সংগ্রাম করে সরকারের গুম-খুনের নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত ষড়যন্ত্র মূলক রাষ্ট্রদ্রোহীতার মিথ্যা মামলার প্রতিবাদে’ স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘দাবি নয়, আন্দোলন এবং সংগ্রাম করে সরকারের গুম-খুনের নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’ বর্তমান দেশে শাসনতান্ত্রিক শূণ্যতা সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এ শাসনতান্ত্রিক শূণ্যতা কেন সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে।’ দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং সরকার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এটা দেশের জন্য ভালো নয়।’আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com