গুলশানে নিহতদের কফিনে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৬

গুলশানে নিহতদের কফিনে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

images (2)

সুরমা মেইল নিউজ : গুলশানের হলি আর্টিজান রোস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে সোমবার ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম রবিবার এ কথা জানান।

ইহসানুল করিম বলেন, নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন সোমবার সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতা হবে। সর্বস্তরের জনগণ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলেও জানান তিনি।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশাপাশি কেন্দ্রীয় নেতরাও সোমবার নিহতদের শ্রদ্ধা জানাবেন। গুলশানে নিহতদের স্মরণে দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি বিদেশি অন্তত ৩৩ জনকে জিম্মি করে একদল জঙ্গি। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে রেস্তোরাঁটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের জবাই করা লাশ পাওয়া যায়।

নিহতদের মধ্যে ৯ জন ইতালির, সাত জন জাপানি ও একজন ভারতের নাগরিক। দুইজন বাংলাদেশী এবং একজন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

নিহত সাত জাপানির মধ্যে ছয়জন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা কাজে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের সঙ্গে ওই ক্যাফেতে ছিলেন আরো একজন, যাকে পরে উদ্ধার করা হয়।

এছাড়া শুক্রবার রাতে রেস্তোরাঁয় হামলার পরপরই সেখানে আটকেপড়াদের উদ্ধারে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দীন হামলাকারীদের বোমার স্প্লিন্টারে নিহত হন।

শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে জনগণকে সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের উপর আস্থা রাখুন। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com