গুলশানে হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

গুলশানে হামলার ঘটনায় মামলা

download (6)

সুরমা মেইল নিউজ : ঢাকার গুলশান ২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্ত করবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার (০৪ জুলাই) রাতে গুলশান থানায় মামলাটি রেকর্ড হয়।

তথ্যটি নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া।

তিনি জানান, পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেছে। মামলায় আবু উমায়ের, আবু সালমা, আবু রাহিক, আবু মুসলিম ও আবু মুহারিব এবং অজ্ঞাত ১৫ জনসহ মোট ২০ জনকে আসমি করা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত স্মরণসভায় পুলিশ বাদী হয়ে মামলার বিষয়টি উল্লেখ করেছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

সেখানে এক বক্তব্যে তিনি বলেছিলেন, গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় আজই (সোমবার) মামলা হচ্ছে। এ ঘটনায় যেসব জঙ্গি নিহত হয়েছে তাদের মরদেহ নিতে এখনো কেউ যোগাযোগ করেনি। যে দুজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে তারা চিকিৎসাধীন আছে। সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান বিলম্বের প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, অনেকেই দাবি করেছেন অভিযানে বিলম্ব হয়েছে। কিন্তু আমি বলবো মোটেও বিলম্ব হয়নি।

কারণ আমাদের টার্গেট ছিলো জিম্মিদের মধ্যে যতজন সম্ভব জীবিত উদ্ধার করা। আমরা যতটুক জেনেছি, রেস্টুরেন্টের দখল নেয়ার ২০ মিনিটের মধ্যেই তারা বিদেশি জিম্মিদের হত্যা করে।

উল্লেখ্য, গত শুক্রবার (০১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিসান বেকারিতে ছয় বন্দুকধারী হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে জিম্মি সঙ্কটের অবসানের পর দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ছয় হামলাকারী নিহত হয়েছেন, একজন ধরা পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com