সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : গুলশানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে শোকর্যালি ও শোক সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার বেলা ৩টায় শহরের পৌরবিপণি থেকে বের হওয়া শোকর্যালি স্টেশনরোড হয়ে কালীবাড়ি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, আতম মিসবাহ্ প্রমুখ।
এসময় সমাবেশে বক্তারা জানান,‘বিএনপি শাসনামলে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল সরকার। বিএনপি’র শাসনামলে জঙ্গিরা দেশ ছেড়ে পালিয়ে ছিল। বর্তমান সরকার জঙ্গি দমনে ব্যর্থ হওয়ায় কুটনৈতিক পাড়ায়ও জঙ্গিরা জাতীয় অতিথিদের হত্যা করে দেশকে কলংকিত করেছে, এই দায় সরকারের’।
Design and developed by ওয়েব হোম বিডি