সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।
শনিবার বাড়ি ফিরে সোমবার জেলা পুলিশের আয়োজনে এসপি বাংলোয় দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলে অংশ নেন মোস্তাফিজ। এসময় গুলশান হামলায় নিহতদের জন্য দোয়া ও মোনাজাত করেন মোস্তাফিজ।
অনুষ্ঠানে মোস্তাফিজের সাথে অংশ নেন তার বড় ভাই ও সেঝো ভাই মোখলেছুর রহমান পল্টু। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে হাজির হন জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার।
অনুষ্ঠানে অংশ নেন জেলার পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুধীজন। একসাথে নৈশ ভোজ শেষে মোস্তাফিজ নিজ বাড়ী কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামে ফিরে যান। সাতক্ষীরা থাকবেন ১০ জুলাই পর্যন্ত।
উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় দুই পুলিশও দেশী-বিদেশীসহ মোট ২৮ জন নিহত হন। দুই পুলিশ ছাড়াও ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশী নিহত হন। হামলায় অংশ নেওয়া ৬ জঙ্গিও নিহত হন।
Design and developed by ওয়েব হোম বিডি