গুলশান হামলা: বন্ধ হচ্ছে সাকিবের রেস্তোরাঁ?

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

গুলশান হামলা: বন্ধ হচ্ছে সাকিবের রেস্তোরাঁ?

download (1)

স্পোর্টস ডেস্ক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর কূটনৈতিক জোন-খ্যাত রাজধানীর গুলশান-বনানী-বারিধারা থেকে ৩৪২টি রেস্টুরেন্ট উচ্ছেদের জন্য ভবন মালিকদের চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সেই তালিকায় পড়ে গেছে বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেস্তোরাঁ ‘সাকিব’স ডাইন।

উচ্ছেদ প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মন্ত্রীসভার বেঁধে দেয়া সময়ের মধ্যে আবাসিক এলাকা থেকে ওইসব রেস্তোরাঁ সরিয়ে নিতে হবে। গুলশানে জঙ্গি হামলার পর আমরা এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।

এদিকে রাজউকের তালিকা অনুযায়ী অবৈধভাবে গড়ে উঠা ৩৪২টি রেস্টুরেন্টের গুলশানে ১৯৩টি, বনানীতে ১৩৯টি, বারিধারা এলাকায় ১০টি রেস্টুরেন্ট রয়েছে।

তবে কি বন্ধ হতে চলছে সাকিবের জনপ্রিয় রেস্তোরাঁ ‘সাকিব’স ডাইন?

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com