সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর তামাউলিপসা রাজ্যে পৃথক ঘটনায় একই পরিবারের ১১ জনসহ মোট ১৫ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ১১ জনসহ মোট ১৫ জনকে গুলি করে হত্যা করে সশস্ত্র দুর্বৃত্তরা। মাদক চোরাকারবারিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকা- সংঘটিত হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, গত শুক্রবার দিবাগত রাতে ও শনিবার দিনের শুরুতে এসব ঘটনা ঘটে। হারমিনিউ গারজা প্যালাসিওস নামে তামাউলিপসা সরকারের এক মুখপাত্র বলেন, একই পরিবারের ১১ জনকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটানো হয় শনিবার দিনগত রাতে। এরপর পার্শ্ববর্তী সিউদাদ ভিক্টোরিয়ায় আরো ৩ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া মেক্সিকো সিটি শহরে অপর এক হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়। এসব হামলার সঙ্গে সন্ত্রাসী গ্রুপ জেটাস কার্টাল জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তারা বহুদিন ধরে শহরটি দখলে নেওয়ার চেষ্টা করছে। গত বছরের শেষের দিক থেকে এখন পর্যন্ত তাদের হামলায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এবিসি নিউজ, সিএনএন।
Design and developed by ওয়েব হোম বিডি