সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :
গৃহকর্মীদের নিয়োগের বিষয়ে সুসংবাদ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য নতুন ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (০৬ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, গৃহকর্মী নিয়োগ সহজ করতে ফি কমানো হয়েছে। দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন পদক্ষেপ অনুসারে, কুয়েতে গৃহকর্মী নিয়োগের জন্য ফিলিপাইনের নাগরিকদের জন্য ফি কমানো হয়েছে। বর্তমানে এ ফি ৭০০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা। দেশটির ধার্য করা এ অর্থের মধ্যে বিমান ভাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন পদক্ষেপের অধীনে শ্রীলঙ্কার গৃহকর্মী নিয়োগে ফি কিছুটা বেড়েছে। দেশটির নাগরিকদের জন্য বিমান ভাড়াসহ ৭৫০ দিনার নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৮ হাজার টাকার বেশি।
কেবল গৃহকর্মী নয়, ড্রাইভার বা বাবুর্চি নিয়োগের ফিও কমানো হয়েছে। নতুন করে এ ফি ১৮০ দিনার নির্ধারণ করা হয়েছে। যা টাকার মধ্যে খাতটির কর্মীদের বিমান ভাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে।
কুয়েতের আল দুররা মানবসম্পদ কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আহমেদ আল আলিয়ান বলেন, প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল আবদুল্লাহ আল সাবাহ, প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ আল সাবাহ এ নির্দেশনা দিয়েছেন।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি