গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়ামাত্রই অভিযান : চুন্নু

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়ামাত্রই অভিযান : চুন্নু

downloadসুরমা মেইল ডেস্ক :: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, এখন থেকে কোথাও গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়ামাত্র অভিযান পরিচালনা করবে গৃহকর্মী সুরক্ষায় সরকারগঠিত কেন্দ্রীয় মনিটরিং সেল। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি ২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘গৃহকর্মী বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল’ এর দ্বিতীয় সভাপরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, এখন থেকে ১২ বছরের কমবয়েসী কোনও কর্মী নিয়োগ করা যাবে না। ১২ বছরের ঊর্ধ্বে ১৮ বছর বয়স পর্যন্ত কিশোর কিশোরীদের কোনও কাজে নিয়োগ দিতে হলে তার কর্মঘণ্টা, থাকার ব্যবস্থা ও সাপ্তাহিক ছুটির বিষয়টি নিশ্চিত করতে হবে। এ বয়েসীদের ঝুঁকিপূর্ণ নয় এমন কাজেই শুধু নিয়োগ দেওয়া যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রম ও কর্মসংস্থান সনম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ইসরাফিল আলম, অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর প্রতিনিধি মনিরা সুলতানাসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com