সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে যৌতুকের জন্য গৃহবধু সুমা বেগমের উপর নির্যাতনের পর পায়ের রগ ও জিহ্বা কর্তনের ঘটনায় রবিবার ভোরে তার (সুমা)’র শাশুড়িসহ আটককৃত তিনজনকে জেল হজতে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনার মূল আসামী সুমার স্বামী বেলাল এখন পলাতক রয়েছে।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, সুমা বেগমের উপর নির্যাতনের ঘটনায় রবিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া গ্রাম থেকে তার স্বামীর মামাতো ভাই ফয়েজ মিয়া ও ভাগনে রেদওয়ান আহমদকে আটক করা হয়। তাদেরকে মামলার সন্দিগ্ন আসামী হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সুমার শাশুড়ি জয়বুন বেগমকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যিনি মামলার অন্যতম আসামী বলেও উল্লেখ করেন ওসি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেটের সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামে সুমা বেগমের গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে সুমাকে বাড়ির বাইরে কাঠ রাখার ঘরে নিয়ে নির্যাতন করে বেলাল আহমেদ ও তার সহযোগীরা। এ সময় তারা সুমা বেগমের জিহ্বা ও বাঁ পায়ের রগ কেটে দেয়।
পরে সুমার মা বের হয়ে আসলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় বেলাল ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় সুমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত শুক্রবার বেলাল আহমদ ও অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন সুমা বেগমের ভাই হাফিজুর রহমান।
মামলায় মোট ৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত শনিবার সকালে বেলালের মা জয়নবুন্নেছাকে আটক করা হয়।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি