গৃহবধূকে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

গৃহবধূকে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী

Manual3 Ad Code
সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে তার মাদকাসক্ত স্বামী। মঙ্গলবার  সকালে গৃহবধূর লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত খাদিজা আক্তার (২০) কাহিনা এলাকার নুরুল ইসলামের মেয়ে এবং শেরপুর থানার হরিন্দরা এলাকার মতিউর রহমান মতির স্ত্রী।

স্থানীয়রা জানান- তিন বছর আগে ময়মনসিংহ জেলার শেরপুর থানার হরিন্দরা এলাকার মোতালিব মিয়ার ছেলে মতিউর রহমান মতির সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা কাহিনা এলাকার মনিরুল ইসলাম জহিরের বাড়িতে বসবাস করে আসছিলেন। খাদিজা স্থানীয় লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন। সকালে নিজ ঘরে খাদিজার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Manual4 Ad Code

নিহতের বাবার অভিযোগ- বিয়ের কিছুদিন পরেই মতি মাদকাসক্ত হয়ে পড়েন। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য খাদিজাকে চাপ দিতেন তিনি। টাকা দিতে অস্বীকার করলেই খাদিজাকে মারধরসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা হতো। মাদক কেনার টাকা না পেয়েই খাদিজাকে হত্যা করেছে মতি।

Manual8 Ad Code

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান- খাদিজা আক্তারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পেয়ে খাদিজার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Manual5 Ad Code

ঘটনার পর থেকেই মতি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code