গেইলকে রেকর্ডটি আর অক্ষত থাকলো না

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬

গেইলকে রেকর্ডটি আর অক্ষত থাকলো না

2016_04_28_13_21_06_0GtIsyK

স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিওয়ার্সের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল। এতে টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে যান তিনি। ওই ম্যাচে ১৭৫ রান করে অপরাজিত ছিলেন ক্যারিবীয় তারকা ওপেনার।

প্রায় তিন বছর ধরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন গেইল। সেই রেকর্ডটি আর অক্ষত থাকলো না। টোবাগো ক্রিকেট অ্যাসোসিয়েশনের লুইস ডি’ওর টি২০ প্রতিযোগিতায় সেই রেকর্ডটি ভেঙে দিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্যাটসম্যান ইরাক থমাস। মাত্র ২১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নতুন করে বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

চলমান টুর্নামেন্টে প্রতিপক্ষের ছুড়ে দেয়া ১৫২ রানের টার্গেটে স্কারাবুরোর হয়ে ব্যাট করতে নেমে মাত্র ৩১ বলে অপরাজিত ১৩১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন থসাস। আর তাতে তার দল ম্যাচটি জিতে নেয় মাত্র ৮ ওভারে। গেইলের দেশের ক্রিকেটার বলেই সম্ভব হয়েছে!

টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়ে দারুণ রোমাঞ্চিত ইরাক থমাস। বলেন, মাঠটা অবশ্য তুলনামূলকভাবে ছোট ছিল। শুরুতেই দুই-একটা বল ব্যাটের মাঝখানে লাগা মাত্রই বুঝে যাই যে আজ কিছু স্পেশাল ঘটতে যাচ্ছে। শেষ পর্যন্ত তা-ই হলো। ভালো লাগছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com