গেরুয়ার পর এ বার টুকুর টুকুরে : কিং -কুইন

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৫

গেরুয়ার পর এ বার টুকুর টুকুরে : কিং -কুইন

original

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : গেরুয়ার পর এ বার টুকুর টুকুর। ‘দিলওয়ালে’র এই নতুন গানে ফের একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজলকে। এই দুই তারকার সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা যাবে বরুণ ধবন এবং কৃতী শ্যাননকেও। ‘দিলওয়ালে’র এই নতুন গান মুক্তি পাওয়ার পর থেকেই জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছে গিয়েছে। আর হবে না-ই বা কেন? অরিজিৎ সিংহ, কনিকা কপূর, নেহা কক্কর, সিদ্ধার্থ মহাদেব গানটি বানাতে কি কম পরিশ্রম করেছেন। দেখে নিন এই হিট গানের ভিডিও।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com