গোয়াইনঘাটে ৩ সাংবাদিককে হত্যা চেষ্টা: প্র্রধান আসামি হুমায়ুন ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

গোয়াইনঘাটে ৩ সাংবাদিককে হত্যা চেষ্টা: প্র্রধান আসামি হুমায়ুন ঢাকায় গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি হুমায়ুন আহমদকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

রোববার (২৩ মার্চ) গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

এরআগে শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১০ যৌথ অভিযানে  ঢাকার বংশাল থানাধীন ৭৮/৩সি নাজিমউদ্দিন রোড, চানখারপুল চৌরাস্তা এলাকায়। অভিযানে তাকে গ্রেফতার করতে সমর্থ হয় র‌্যাব।

 

গ্রেপ্তারকৃত মো. হুমায়ুন আহমদ (৫২) সিলেটের গোয়াইনঘাট উপজেলাধিন ছৈলাখেল ৮ম খন্ড এলাকার আব্দুল কাদিরের ছেলে।

 

পরবর্তি আইনী ব্যবস্থা গ্রহণের লক্ষে গ্রেপ্তারকৃত হুমায়ুন আহমদকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

স্থানীয় একাধিক সূত্র জানায়, হুমায়ুন আহমদ নিজেকে দেশের একটি স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ পাথর-বালু লুটে বেপরোয়া হয়ে উঠেছিলো।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, তাকে আজ (সোমবার) আদালতে সোর্পাদ করা হবে।

 

উল্লেখ্য, গত ১৭ মার্চ (সোমবার) রাত ১১টার দিকে জাফলং ব্রিজ সংলগ্ন এলাকায় হামলা শিকার হন বাংলা টিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি ও জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু, আনন্দ টিভির সাংবাদিক ইব্রাহিম আলী ও নাগরিক টিভির সাংবাদিক সালমান শাহ।

 

জানা গেছে- হামলাকারী হুমায়ুনের সাথে সালমানের পাওনা টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই জেরে কথা কাটাকাটির একপর্যায়ে সালমানের উপর হামলা চালায় হুমায়ুন বাহিনী। সাংবাদিক দুলাল হোসেন রাজু তার নিজের মোবাইলে হামলার ভিডিও ধারণ করতে গেলে হুমায়ুন আহমদ ও তার ছেলে এবং ছাত্রলীগের অন্যান্য কয়েকজন সন্ত্রাসী এ সময় দুলাল হোসেন রাজুর উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে।

 

দুলালকে বাঁচাতে এগিয়ে আসা সাংবাদিক সালমান শাহ সহ আরও তিনজনকেও বেধড়ক মারধর করে হুমায়ুন ও তার ছেলেসহ অন্যান্য সন্ত্রাসীরা। এসময় সাংবাদিক সালমানের ব্যবহৃত মোটরসাইকেল হামলাকারীরা নিয়ে যায়।

 

পরে আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রেরন করেন। সাংবাদিক দুলাল হোসেন রাজুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

 

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com