গোলশূন্য রিয়াল-ম্যানসিটি, প্যান্ট ছিঁড়ল কোচ জিদানের (ভিডিও)

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

গোলশূন্য রিয়াল-ম্যানসিটি, প্যান্ট ছিঁড়ল কোচ জিদানের (ভিডিও)

Zidane-1-290x181স্পোর্টস ডেস্ক : কোচ হিসেবে চাকরি টিকিয়ে রাখতে রিয়াল মাদ্রিদের প্রতিটি ম্যাচ যেন জিনেদিন জিদানের জন্য এক একটি পরীক্ষা ক্ষেত্র। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল রিয়াল। ওই ম্যাচে ইনজুরির কারণে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামে লস ব্লাঙ্কোসরা।

ইতিহাদ স্টেডিয়ামে রোনালদোহীন রিয়ালও সিটির বিপক্ষে একের পর এক গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু প্রতিপক্ষের বিপক্ষে একের পর এক সুযোগ তৈরি করেও গোল করতে পারেননি সার্জিও রামোস ও পেপেরা। তাই ডাগআউটে দাঁড়িয়ে হাইহুতাশ করে চুল ছেঁড়ার মতো অবস্থা তৈরি হয়েছিল জিদানের। শিষ্যদের গোলের সুযোগ হাতছাড়া হওয়ায় উত্তেজনায় ছোটাছুটি করতে গিয়ে প্যান্ট ছিঁড়ে যায় ডাগআউটে থাকা রিয়াল কোচ জিদানের।

এর আগে চ্যাম্পিয়নস লিগে ভলফসবুর্গের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিক উদযাপন করতে গিয়েও প্যান্ট ছিঁড়ে যায় জিদানের।

মঙ্গলবার রাতে টিভি ক্যামেরায় দেখা যায় দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে সার্জিও রামোসের গোলের সুযোগ নষ্ট হওয়ার পর উত্তেজনায় ছুটতে থাকা জিদানের প্যান্ট ছিঁড়ে যায়। তার প্যান্টের পেছনের অংশের সেলাই ফেটে অন্তর্বাস পর্যন্ত দৃশ্যমান হয়ে পড়ে। ফলে লজ্জায় ডাগআউট ছেড়ে বেঞ্চে গিয়ে বসে পড়েন জিদান।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের ফলে দুদলেরই নজর এখন ফিরতি লেগ নিয়ে। আগামী ৪ মে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুত্যে ফাইনালের টিকিট পেতে লড়বে রিয়াল ও ম্যানসিটি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com