গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০

গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন আব্দুর রাজ্জাক (৬২) নামের এক ব্যবসায়ী। সোমবার (২৯ জুন) রাত ৮টার দিকে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।

 

করোনায় মৃত আব্দুর রাজ্জাকের বাড়ি লক্ষিপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে। তিনি গোলাপগঞ্জ বাজারের রাজ্জাক ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী।

 

জানা গেছে, গত ২৪ তারিখ আব্দুর রাজ্জাক করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে রোববার রাতে (২৮ জুন) তার করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভের একদিন পর তিনি মারা গেলেন।

 

এনিয়ে গোলাপগঞ্জে করোনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১১৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com