গোলাপগঞ্জে ‘ছেলেধরা’ সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধীকে গণপিটুনি

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪

গোলাপগঞ্জে ‘ছেলেধরা’ সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধীকে গণপিটুনি

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে ছেলে ধরা সন্দেহে আব্দুল মজিদ (২৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় কিছু লোক। পরে তারা আহত যুবককে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

রোববার (০৭ জুলাই) বিকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

 

গণপিটুনির শিকার ওই যুবক জকিগঞ্জ উপজেলার দক্ষিণ বিপক বিরশ্রী গ্রামের ইউসুফ আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে ঘুরাঘুরি করছিরেন মানসিক ভারসাম্যহীন যুবক আব্দুল মজিদ। এসময় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু বুদ্ধিপ্রতিবন্দ্বী যুবকের কথায় অবস্থা না বুঝে বরং তাকে সন্দেহ করে স্থানীরা। সন্দেহের একপর্যায়ে যুবককে গণপিটুনি দেয় তারা। এরপর ভাদেশ্বর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় তাকে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। এরপর স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন।

 

গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার বলেন, এটা (ছেলেধরা) গুজব। মানুষ গুজব ছড়িয়েছে। সে একজন বুদ্ধি প্রতিবন্ধী। গোলাপগঞ্জ থানা এলাকায় এলোপাতাড়ি ঘুরাঘুরি করা অবস্থায় স্থানীয় লোকজন কর্তৃক সে আটক হয়। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। তার পরিবারের লোকজন তাকে নিয়ে যাওয়ার জন্য আসছেন।

 

সুমন চন্দ্র সরকার সবাইকে গুজবে কান না দিতে অনুরোধ করেন।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com