গোলাপগঞ্জে পুলিশ ও বিদ্যুৎ কর্মকর্তাসহ ৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০

গোলাপগঞ্জে পুলিশ ও বিদ্যুৎ কর্মকর্তাসহ ৪ জনের করোনা শনাক্ত

সুরমা মেইল ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ নতুন আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

রোববার (২৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।

 

আক্রান্তরা হলেন- গোলাপগঞ্জ মডেল থানার এসআই মো. মামুনুর রশিদ (৩৫), পল্লী বিদ্যুতের কর্মকর্তা নুরুল আমিন খান (৫০), পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক (৬২) ও ভাদেশ্বর ইউনিয়নের আব্দুল কাদির (৩০)।

 

এদিকে, নতুন আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হবে এবং সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

 

প্রসঙ্গত, এ উপজেলায় নতুন চারজনসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন। মৃত্যুবরণ করেছেন ৪ জন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com