সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে এক যুবকের লাশ দাফনের পূর্বেই পুলিশের উপস্থিতি ও দু’ভাইকে আটকের বিষয়টি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। মানসিক ভারসাম্যহীন যুবককে তড়িগড়ি করে দাফন করতে গিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা।
পুলিশ লাশ দাফনের কিছুক্ষন পূর্বে ঘটনাস্থলে উপস্থিত হলে জানতে পারে, রহস্যজনকভাবে মানসিক ভারসাম্যহীন তারেক আহমদ নামক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশ লাশের সঙ্গে তার দু’ভাইকে আটক করে থানায় নিয়ে আসে। তারা হচ্ছে- মৃত তারেকের ভাই সাদেক আহমদ (৩৬) ও ছালেহ আহমদ (৩২)।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ নয়াগ্রামের হারিছ আলীর পুত্র তারেক আহমদ (২৬) গত শুক্রবার রাতের কোন এক সময়ে মৃত্যুবরণ করেন। শনিবার দুপুরে তড়িঘড়ি করে লাশ দাফনের জন্য তার পরিবারের সদস্যরা ও আত্মীয়-স্বজন উদ্যোগ নেন। বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে প্রচারিত হতে থাকে নির্যাতনের কারনে তারেকের মৃত্যু হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই খন্দকার আতিকুর রহমান ও এএসআই শংকরের নেতৃত্বে একদল পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে এসআই আতিকুর রহমান জানান, মৃত তারেক আহমদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, ঘাড় মোড়ানো অবস্থায় সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পুলিশের ধারণা, আঘাতের কারনে তারেকের মৃত্যু হতে পারে। লাশটি ময়না তদন্তের জন্য রোববার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি