গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন। নিহতের নাম সুফিয়া বেগম (৩৫)। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার বাঘার এখলাছপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘাতক স্বামী হেলাই মিয়াকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘা ইউপির এখলাছপুর এলাকার ঘাতক হেলাই মিয়া স্ত্রীর অনুমতি ছাড়াই ২/৩টি বিয়ে করেছেন। এ কারণে তিনি বাড়ী-ঘরে খুবি কম যাতায়াত করতেন। যখনি বাড়িতে আসতেন স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। রাতে ঘাতক স্বামী হেলাই মিয়া বাড়ীতে এসে কোন কারণ ছাড়াই তার স্ত্রী সুফিয়া বেগমের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হেলাই মিয়া ক্ষুব্ধ হয়ে তার স্ত্রী ছুফিয়া বেগমের বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় ছুফিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন। নিহত সুফিয়া বেগম ৩ ছেলে ও ২ কন্যার জননী।

খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন ঘটনাস্থলে। এর পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com