গোলাপঞ্জে বাসার গেইটের তালা কেটে সিএনজি চুড়ি

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৬

গোলাপঞ্জে বাসার গেইটের তালা কেটে সিএনজি চুড়ি

cng_83781
সুরমা মেইল নিউজ : সিলেট গোলাপঞ্জ উপজেলার রস্তুমপুর গ্রামের ফজলু মিয়ার বাড়ির গেইটের তালা কেটে একটি সিএনজি অটোরিক্সা সিলেট (থ-১৩-১১১৭) চুড়ি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুড়ি হওয়া সিএনজি অটোরিক্সাটি অনেক খোজা-খুজির করার পরও না পাওয়াতে। এ বিষয়ে গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন, ডায়েরী নং- ১১৫১। ডায়েরী সুত্রে জানা যায়, গত ২৫/০১/২০১৬ ইং তারিখে ভোর আনুমানিক ৫ঘটিকার দিকে বাড়ির গেটের তালা কেটে সিএনজি চুড়ি করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com