গোয়াইনঘাটের ফতেপুরে তরুণদের জন্য দানবীর এম এ শাকুর সিদ্দিকীর ল্যাপটপ উপহার

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৬

গোয়াইনঘাটের ফতেপুরে তরুণদের জন্য দানবীর এম এ শাকুর সিদ্দিকীর ল্যাপটপ উপহার

News Pic
সুরমা মেইল নিউজ : প্রবাসী দানবীর এম এ শাকুর সিদ্দিকীর পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার ৬নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিন সিদ্দিকী নগর (রামনগর) যুব সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের প্রথম পুরুস্কার একটি ল্যাপটপ ক্লাবের নেতৃবৃন্দের কাছে তুলে দেন। সোমবার সন্ধ্যা ৮টার দিকে রংমহল টাওয়ারস্থ প্রথমবেলা২৪ ডটকম’র কার্যালয় উদ্বোধনী অনুষ্টান শেষে দ্বিতীয় অধিবেশনে প্রবাসী এ দাতার পক্ষ থেকে সাংবাদিক মুজিবুর রহমান ডালিমসহ নেতৃবৃন্দ সিদ্দিকী নগর (রামনগর) যুব সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের কাছে এ ব্যয়বহুল ক্রিড়া সামগ্রি তুলে দেন। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের অবহেলিত জনপদে তথ্য ও প্রযুক্তি পৌছে দিতে সরকারের পাশাপাশি এম এ শাকুর সিদ্দিকীরা এগিয়ে আসছেন যা দেশের তথ্য ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিবে। তরুণরা বিশ্ব মানের খেলার ষাথে পরিচিত হতে ল্যাপটপ একটি অনন্য মাধ্যম। এসময় উপস্থিত ছিলেন, প্রথমবেলা২৪ ডটকম’র সম্পাদক আব্দুল লতিফ লুটন, এড. কবির আহমদ বাবর, এড. গিয়াস উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়েজ আহমদ শেট, সাংবাদিক মুজিবুর রহমান (ডালিম), সাংবাদিক মোঃ হানিফ, এপেকশিয়ান জসিম উদ্দিন, আবুল কালাম, সামসুল ইসলাম মারজান, মোঃ ইসরাইল আলী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com