গোয়াইনঘাটে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

গোয়াইনঘাটে ইয়াবাসহ আটক ১

59316

সুরমা মেইল নিউজ : সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। বৃহস্পতিবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়- র‌্যাব-৯ সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১১ মে) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট থানার নলজুড়ী গ্রামে অভিযান চালায়।

অভিযানে নলজুড়ী গ্রামে ডাক বাংলোর সামনে পাকা রাস্তার উপর থেকে ৭০ পিস ইয়াবাসহ মো. কামাল হোসেন (৩৩) নামে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি গোয়াইনঘাট থানার নলজুড়ী গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র।

এ অভিযানে নেতৃত্ব দেন এএসপি মোহাম্মদ জিয়াউল হক।

অভিযানে উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com