গোয়াইনঘাটে গাছের সঙ্গে ঝুলছিলো যুবকের লাশ

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

গোয়াইনঘাটে গাছের সঙ্গে ঝুলছিলো যুবকের লাশ

ফাইল ছবি


গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটে মুজিবুর রহমান (মুজিব) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে জাফলং বন বিটের রহমতপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

মুজিবুর রহমান উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা গ্রামের আশু মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মুজিব বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রাতে আর বাড়ি ফিরেনি। বুধবার সকালে স্থানীয় লোকজন গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

 

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই ফখরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

 

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর মূল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।

 

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com