গোয়াইনঘাটে দিলু হত্যা : পলাতক আসামী পুলিশ কনস্টেবল আটক

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে চাঞ্চল্যকর যুবলীগকর্মী দিলু হত্যা মামলার পলাতক আসামি পুলিশ কনস্টেবল আব্দুল আহাদকে আটক করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএমপির পুলিশ লাইন সম্মুখ থেকে তাকে আটক করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খসরুল আলম বাদলসহ পুলিশ সদস্যরা।

ধৃত পুলিশ কনস্টেবল আব্দুল আহাদ গোয়াইনঘাটের ৭নং নন্দির গাঁও ইউনিয়নের কচুয়ার পার গ্রামের মৃত হাফিজ উল্লার ছেলে।

স্থানীয় ও গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায় ২০১৬ সালের ১০ই জুলাই তুচ্ছ ঘটনার জের ধরে কোদাল দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক আহত করা হয় একই গ্রামের আব্দুল জলিলের ছেলে দিলু মিয়াকে।

আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ই জুলাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা যায় যুবলীগকর্মী দিলু। পরে এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পুলিশ কনস্টেবল আব্দুল আহাদসহ অপরাপর ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

নিয়মিত এ মামালার ১৫ আসামি জামিনে থাকলেও পলাতক ছিল বর্ণিত এ মামলার প্রধান আসামি আলকাছ আলী ও পুলিশ কনস্টেবল আব্দুল আহাদ। অবশেষে ২০ ডিসেম্বর দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের এস এমপি পুলিশ লাইনের সম্মুখ থেকে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এই খুনের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি পুলিশ কনস্টেবল আবদুল আহাদকে আটক করতে সক্ষম হন।

যুবলীগকর্মী দিলু খুনের মামলায় আটককৃত পুলিশ কনস্টেবল আব্দুল আহাদকে ওনদিন রাতেই গোয়াইনঘাট থানা পুলিশের হাতে হস্তান্তর করে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এবং বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খসরুল আলম বাদল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটক পলাতক পুলিশ সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে। সে স্থানীয় কচুয়ারপার এলাকার দিলু হত্যা মামলার পলাতক আসামি ছিল।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com