সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : গোয়াইনঘাটে অবৈধভাবে গড়ে উঠা ৫টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। জরিমানা করা হয়েছে রেস্টুরেন্টসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ অভিযান চালানো হয়। নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখানে অবৈধভাবে গড়ে উঠা ৫টি দোকান ঘর উচ্ছেদ করা হয়। পরে উপজেলার সালুটিকরবাজারে রেষ্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মেয়াদ উত্তীর্ণ পানি জাতীয় দ্রব্য ও অপরিচ্ছন্নতার দায়ে এসময় জরিমানা আদায় করা হয় তিনটি প্রতিষ্ঠান থেকে। অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মোঃ আশ্রাফ হোসেন রাসেল, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশিদ শাহিন, স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার এসআই আরিফুর রহমান, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খসরুল আলম বাদল, সার্জেন্ট উবায়দুর রহমান, এএসআই উজায়ের ফারুক, নুরে আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ লুৎফুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান আমিরুল, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সহ সম্পাদক নাছির উদ্দিন, যুবলীগ নেতা আরিফ মাহমুদ শাহিন প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি