গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি নারী আটক

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি নারী আটক

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার ১২৭২/৪ সীমান্ত পিলারের কাছে মায়াবী ঝর্ণা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- যশোরের অভয়নগরের হরমুজ সর্দারের মেয়ে জেবা বেগম (৩৫), খালিশপুরের মৃত আব্দুর রশিদ ঢালীর মেয়ে রিমি ঢালি (১৮), খুলনার পাইকগাছার মোজাফ্ফর গাজীর মেয়ে নুর নাহার (৩৫), নড়াইলের কালিয়ার খাইরুল শেখের মেয়ে লিপি বেগম (৪০)।

 

বিজিবি জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী মায়াবী ঝর্ণা নামক এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বাংলাদেশের চার নারীকে আটক করা হয়। এ সময় গোয়াইনঘাটের উত্তর প্রতাপপুরের মানব পাচারকারী মো. জুয়েল রানা (২৫) ওই চার নারীকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে সহযোগিতা করছিলেন। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে সেখানে টহলরত বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় জুয়েল রানা পালিয়ে যান।

 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উক্ত ৪ জন নারীকে ভারতে পাচারকাজে সহায়তা করায় পাচারকারী মো. জুয়েল রানাকে পলাতক আসামি হিসেবে এবং আটক বাংলাদেশি নাগরিকদের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

 

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com