সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ী এলাকায় অবস্থিত নর্থস এগ লিমিটেডের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এই মন্তব্য করেন।
এর আগে জেলা জাতীয় পার্টির নেতারা সাবেক রাষ্ট্রপতি এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরশাদ বলেন, ‘দেশে যে সন্ত্রাসের বিস্তার ঘটছে আমি প্রস্তাব দিয়ে ছিলাম সবাই মিলে আলোচনা করি। যারা সুষ্ঠু রাজনীতি করে, ভাঙচুরের রাজনীতি করে না, সন্ত্রাসের রাজনীতি করে না। সেই সব দলকে নিয়ে আলোচনা করি। আমরা আলোচনা করলেও কাজটি সরকারকেই করতে হবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রশাসন ফেল করেছে তা না হলে গুলশানের মতো এলাকায় অস্ত্রসহ এত লোক ঢুকে কী করে। অর্থাৎ তাদের কাছে কোনো খবর ছিল না। গোয়েন্দা সংস্থা ফেল করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি