গ্যাসের দাম বৃদ্ধি ব্যবসা-বাণিজ্য ও পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র : রিজভী

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন।

সরকারের গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়ায়কে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে দেশের ব্যবসা-বাণিজ্য ও পোশাক শিল্প ধ্বংসের একটি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে রিজভী বলেন, এমনিতেই সরকারের লুটপাট ও সন্ত্রাসের ছোবলে দেশবাসী অতীষ্ঠ। শাসক দলের দুর্নাম বিশ্বমিডিয়া ফলাও করে প্রচার হচ্ছে অহরহ।

তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রাণ পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। পোশাক শিল্পের বাজার প্রতিবেশী দেশে ভাগানোর ষড়যন্ত্র হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি ও পোশাক খাতে নতুন করে অস্থিরতা সেটাই নির্দেশ করে।

রিজভী বলেন, ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য নিয়ে হতাশ-দ্বিধাগ্রস্ত। এর ওপর আবার গ্যাসের দাম বৃদ্ধি পেলে শিল্প-কারখানা বন্ধ হবে। শ্রমিকরা বেকার হবে। ব্যবসায়ীরা পথে বসবে।

গ্যাসের দাম বৃদ্ধি পেলে বিএনপি কোনো কর্মসূচি দিবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে রিজভী বলেন, দলীয় ফোরামে এ বিষয় নিয়ে আলোচনা করে তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com