গ্যাস পাওয়া গেলেও তেল পাওয়া যায়নি

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৫

গ্যাস পাওয়া গেলেও তেল পাওয়া যায়নি

fdgdg

সুরমা মেইলঃ আবিষ্কৃত নতুন গ্যাস গ্যাস কূপে গ্যাস পাওয়া গেলেও তেল পাওয়া যায়নি। গোলাপগঞ্জে কৈলাশটিলার নতুন এ গ্যাস কূপ থেকে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস এ কূপ থেকে জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে বলে প্রজেক্টের পিডি হারুনুর রশীদ মোল্লা জানান।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমদ গোলাপগঞ্জে কৈলাশটিলার ৭নং কূপ লোকেশন পরিদর্শন করতে আসেন। এসময় তিনি প্লান্টের বিভিন্ন দিক পরিদর্শন করেন। একই সময়ে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ স্লুইচ অন করে জানিয়ে দেয় এখন থেকে প্রতি দিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সম্পৃক্ত হচ্ছে। এ উপলক্ষে কৈলাশ টিলা ৭নং কূপ লোকেশনে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক অপারেশন জামিল আহমদ, সিলেট গ্যাস ফিল্ডের জিএম খাজা আহমদ, জিএম হারুনুর রশীদ মোল্লা কৈলাশ টিলা গ্যাস ফিল্ডের ডিজিএম কামরুল ইসলাম সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com