সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীতে গ্রুপ বদলানয় ছাত্রলীগ কর্মী কাজী হাবিব নামে এক ছাত্র খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টায় নগরীর নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালে তার মৃত্যু হয় তার। তিনি সিলেট ইন্টারন্যাশল ইউনিভার্সিটির বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কাজী হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ।
নিহত কাজী হাবিব ব্রাক্ষ্মণবাড়িয়ার সিদ্দিকুর রহমানের ছেলে। পড়াশোনা করার কারণে সিলেট নগরীর কানিশাইল এলাকায় একটি মেসে থাকতেন তিনি।
দলীয় সূত্র জানা যায়, কাজী হাবিবুর রহমান দীর্ঘ দিন থেকে শামীমাবাদের ছাত্রলীগ নেতা সাগর গ্রুপের সঙ্গে ছিল। কিন্তু গত কয়েক দিন আগে সে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ অনুসারী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপে চলে যায়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কাজী হাবিবের উপর হামলা করেন সাগর অনুসারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ দলের নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে হাবিবকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। পরে হাবিবকে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে হস্থান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হাবিব রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জানুয়ারি সিলেট সফর করবেন। এর দু’দিন আগে এ সংঘর্ষের ঘটনা ঘটলো ছাত্রলীগ।
Design and developed by ওয়েব হোম বিডি